কার্গিল দিবস উপলক্ষ্যে শহিদ হওয়া সেনাজওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, যে পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধের লড়াইয়ে সেই সমস্ত বীর সন্তানদের স্যালুট জানান যারাল দেশকে আগে রেখে কোনরকম আপস না করে কার্গিলের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন।
তিনি আরও জানান যে আমি অনেক ক্ষমতাবান হয়ে উঠি এবং শক্তি পাই যখন আমি নিজে জওয়ানদের সঙ্গে থাকি। এই দিনটিকে আমি ভুলব না বলেও জানান তিনি। এছাড়া তিনি জানান , আমাদের দেশের জওয়ানরা সম্মুখে প্রান্তে যা রক্ত ঝরিয়েছেন তার কারণেই আজকের এই ভারতবর্ষ দাঁড়িয়ে।
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের পর রাজনাথ সিং শহিদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।এবং স্মারক হিসেবে তাদেরকে শাল ও স্মারকপত্র দিয়ে সংবর্ধিত করেন।এরপর তিনি দ্রাসে "হাট অফ রিমেমবারেন্স" মিউজিয়াম প্রদর্শন করেন।
আর্মি চিফ জেনারেল মনোজ পাণ্ডেও কার্গিল দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।পাশাপাশি চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও শ্রদ্ধাজ্ঞাপন করেন কার্গিলের শহিদদের প্রতি।
“I salute our jawans, who put nation first”: Rajnath Singh at Kargil Vijay Divas
Read @ANI Story | https://t.co/bkWnYvkHF0#KargilVijayDiwas #RajnathSingh pic.twitter.com/X6h40E0SyU
— ANI Digital (@ani_digital) July 26, 2023