দিল্লি, ২২ জুলাই: কনওয়ার যাত্রার (Kanwar Yatra) সময় সেই পথে যে দোকানগুলি বসবে, তার মালিক-সহ কর্মচারীদের নাম জানাতে হবে না। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং উত্তরাখণ্ড (Uttarakhand) সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে। দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়, কানওয়ার যাত্রা পথে যে দোকানগুলি থাকবে, তার মালিক এবং সেখানকার কর্মীদের নাম জানাতে হবে না। সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসতেই তা নিয়ে মুখ খোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।
শুনুন কী বললেন মহুয়া...
Thank you Supreme Court of India. pic.twitter.com/Gzl1VIL6ob
— Mahua Moitra (@MahuaMoitra) July 22, 2024
তৃৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, কানোয়ার যাত্রা নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সরকারের তরফে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক। ফলে সেই নির্দেশিকায় অন্তবর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে, যা ধর্মীয় বিভাজন তৈরি করত। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ জারি করা হয়, তা দেশের গণতান্ত্রের পক্ষে রায় বলেও মন্তব্য করেন মহুয়া মৈত্র।