
ভারতের জাতীয় ভাষা কী? স্পেনে গিয়ে এমনই প্রশ্নের মুখে পড়লেন ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা। তবে সবাইকে চমকে দিয়েছেন ডি এমকে সাংসদ কানিমোঝি। তাঁর উত্তর ছিল ‘ইউনিটি ইন ডাইভার্সিটি’। বিবিধের মাঝে দেখো মিলন মহান। সাংসদের জবাব শুনে তারিফ করছেন স্পেনের কর্তাব্যক্তিরাও।
ডিএমকে সাংসদ কানিমোঝি বলেছেন, "আমরা স্পেনের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, সিনেটের সঙ্গে দেখা করেছি, স্পেন ইন্ডিয়া কাউন্সিলের সঙ্গেও আমাদের একটি বৈঠক হয়েছে, এটি একটি অত্যন্ত ইতিবাচক দিন ছিল। এখানকার মানুষ ভারতে কী ঘটেছে তা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আমরা বিদেশমন্ত্রীর কাছ থেকে খুব ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি, যিনি ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করছেন। ভারত যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং এর অবসান ঘটাতে চায় তখন তিনি আমাদের সমর্থনের আশ্বাস দিয়েছেন।"
উল্লেখ্য, রাশিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া, গ্রীস এবং স্পেন সফর শেষ করার পর, ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদল ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। ডিএমকে সাংসদ কানিমোঝি চেন্নাই পৌঁছবেন, অন্য সদস্যরা আগামীকাল দিল্লিতে থাকবেন।
#WATCH via ANI Multimedia | DMK MP Kanimozhi’s reply on a question of India’s ‘National Language’ wins applause in Madrid.https://t.co/kN2foYB8Pi
— ANI (@ANI) June 3, 2025