কৃষক আন্দোলন (Farmers Protest) নিয়ে সাংসদ কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) করা মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত, এতে দলের কোন ভূমিকা নেই। বিবৃতি দিয়ে স্পষ্ট জানাল পদ্ম শিবির। কৃষক আন্দোলন নিয়ে যদি কেন্দ্র সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ না করত তাহলে ভারতের পরিস্থিতিও বাংলাদেশের মত হয়ে যেত। বিজেপি সাংসদের এই চাঞ্চল্যকর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। সোমবার তড়িঘড়ি ভারতীয় জনতা পার্টির (BJP) তরফে বিবৃতি জারি করে জানানো হল, সাংসদের মতামত দলের প্রতিনিধিত্ব করে না। ওই মতামত তাঁর নিজস্ব। বিবৃতিতে এও উল্লেখ করা হয়, দলের নীতিগত বিষয়ে কথা বলার জন্য তিনি অনুমোদিত নন। সেই অনুমতিও তাঁকে দেওয়া হয়নি। হিমাচল প্রদেশের মান্ডির সাংসদকে সকর্ত করে আগামী দিনে এই ধরণের কোন মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে দল।
সদ্য এক সাক্ষাৎকারে অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনাকে ভারতের কৃষক আন্দোলনের সঙ্গে বাংলাদেশের অস্থির পরিস্থিতির তুলনা করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই কথোপকথনের ভিডিয়োয় কঙ্গনা বলছেন, 'বাংলাদেশে যা ঘটেছে ভারতেও তা ঘটতে পারত। যদি আমাদের শীর্ষ নেতৃত্ব সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিত। কৃষক আন্দোলনের সময়ে কত মানুষ মারা গিয়েছে। কত ধর্ষণ হয়েছে। সাংসদের এমন বিতর্কিত মন্তব্য ঘিরে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ আসতে শুরু করে। চাপের মুখে পড়ে তড়িঘড়ি বিবৃতি জারি করে মান্ডির সাংসদের মন্তব্য থেকে পিঠ বাঁচাল বিজেপি।
বিজেপির জারি করা বিবৃতি...
BJP expressed disagreement with its MP Kangna Ranaut's comments on farmers agitation, says she is not authorised to speak on policy issues. pic.twitter.com/xJ878F5pWK
— Press Trust of India (@PTI_News) August 26, 2024
কঙ্গনাকে এও বলতে শোনা গিয়েছে, 'আপনার কি মনে হয় কৃষকরা এই ধরণের আন্দোলন করছে। কৃষকদের নামে চিন, আমেরিকার মত বিদেশি শক্তি ভারতে এসব করাচ্ছে'।
সাক্ষাৎকারে কী বলেছেন কঙ্গনা, দেখুন...
Kangana Ranaut: Bangladesh like anarchy could have happened in India also like in the name of Farmers protest. Outside forces are planning to destroy us with the help of insiders. If it wouldn't have been foresight of our leadership they would have succeded. pic.twitter.com/05vSeN8utW
— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 25, 2024