
Jyoti Malhotra: পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে 'ঘনিষ্ঠ সম্পর্ক' ছিল জ্যোতি মালহোত্রার। সাংঘাতিক তথ্য উঠে এল ইউটিউবারের হোয়াটসঅ্যাপ চ্যাটে। এক তদন্তকারী কর্মকর্তা সূত্রে খবর, দুজনে একঙ্গে বিদেশ ভ্রমণেও করেছেন।
ভারতে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। শনিবার হরিয়ানার (Haryana) হিসার পুলিশ জ্যোতিকে গ্রেফতার করেছে। তাঁকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। ভারতের সংবেদনশীল তথ্য ইসলামাবাদে পাচার করা এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর (ISI) সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে জ্যোতির বিরুদ্ধে।
পাক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জ্যোতির বালি ভ্রমণ
জ্যোতির ফোন, ল্যাপটপ সহ একাধিক গ্যাজেট, নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইউটিউবারের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখতে গিয়ে পুলিশের হাতে এসেছে নয়া তথ্য। তদন্তকারী কর্মকর্তারা জানাচ্ছেন, অভিযুক্তের ফোন থেকে উদ্ধার হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জানা গিয়েছে, একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে 'ঘনিষ্ঠ সম্পর্ক' ছিল জ্যোতির। এমনকি তাঁরা দুজন একসঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে (Bali) বেড়াতেও গিয়েছেন।
ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের সময়ে জ্যোতি নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। সামনে এসেছে সেই তথ্য। ইউটিউবারের হোয়াটসঅ্যাপ চ্যাট কেবল তাঁর বালি ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছে তাই নয়, সেই সঙ্গে একাধিক আইএসআই কর্মকর্তার সঙ্গে তাঁর গভীর সম্পর্কের বিষয়টি তুলে ধরেছে। হিসার পুলিশ শুরু থেকেই উল্লেখ করেছেন, পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা জ্যোতিকে তাঁদের 'অ্যাসেট' বা সম্পদ হিসাবে কাজে লাগাতেন।