
নয়াদিল্লি, ১৮ মেঃ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। হরিয়ানাবাসী জ্যোতির সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর (ISI) আধিকারিকদের এবং হাই কমিশনের সদস্যদের যে গভীর যোগাযোগ ছিল, সেই প্রমাণ হাতেনাতে পেয়েছে পুলিশ। শনিবার হরিয়ানার হিসার পুলিশ জ্যোতিকে গ্রেফতার করেছে। তাঁকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। যদিও মেয়ের বিরুদ্ধে ওঠা পাক গুপ্তচরবৃত্তির অভিযোগ মানতে নারাজ বাবা হরিশ মালহোত্রা। বললেন, সীমান্তের ওপারে বন্ধুদের সঙ্গে কি যোগাযোগ রাখা যায় না?
জ্যোতির ফোন, ল্যাপটপ সহ একাধিক গ্যাজেট, নথিপত্র বাজেয়াপ্ত করে তদন্ত চালাচ্ছে পুলিশ। হরিশের অভিযোগ, মেয়ের পাশাপাশি তাঁদের গোটা পরিবারের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। যত দ্রুত সম্ভব তা যেন ফিরত দেওয়া হয়।
সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথোপকথনে হরিশ জানান, 'ইউটিউবের জন্যে ভিডিও শ্যুট করতে পাকিস্তান এবং অন্যান্য জায়গায় যেতেন জ্যোতি। যদি তাঁর সেখানে বন্ধু হয় তাহলে বন্ধুর সঙ্গে ফোনে যোগাযোগ রাখতে পারবে না?' হরিশ এও জানিয়েছেন, বৃহস্পতিবার পুলিশ বাড়িতে এসে তাঁদের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ল্যাপটপ এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে। তাঁদের বিরুদ্ধেও একটি মামলা দায়ের করেছে।
রবিবার সাংবাদিক সম্মেলন করে হিসার পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান জানান, পহেলগাম হামলার কয়েকদিন আগেও জ্যোতি পাকিস্তানে গিয়েছিলেন। সেই সংক্রান্ত প্রমাণও পুলিশের হাতে রয়েছে। তবে জঙ্গি হামলার সঙ্গে ইউটিউবারের প্রত্যক্ষ বা পরোক্ষভেবে কোন যোগ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।