সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব খান্না (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ডিওয়াই চন্দ্রচূড়(DY Chandrachud) জমানার ইতি। আজ ১১ নভেম্বর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব খান্না(CJI Sanjiv Khanna:)। সোমবার সকাল ১০ টায় রাষ্ট্রপতি ভবনে দেশের ৫১ তম বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। গতকাল, অর্থাৎ ১০ নভেম্বরই প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন ডিওয়াই চন্দ্রচূড়। দায়িত্বে থাকাকালীনই উত্তরসূরী হিসেবে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেন চন্দ্রচূড়। এরপর গত ২৪ অক্টোবর চন্দ্রচূড়ের উত্তরসূরী হিসেবে সঞ্জীব খান্নার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, তবে বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার মেয়াদ খুবই স্বল্প। মাত্র ৬ মাসের জন্য প্রধান বিচারপতির দায়িত্বে থাকতে চলেছেন তিনি। ২০২৫ সালে ১৩ মার্চ অবসর নেবেন তিনি। উকিল পরিবারে জন্ম জাস্টিস সঞ্জীব খান্নার। তাঁর বাবা হলেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবরাজ খান্না। তাঁর কাকা হলেন এইচআর খান্না। ১৯৮৩ সালে প্রথম দিল্লি বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন সঞ্জীব খান্না। এরপর বহু মামলায় লড়েছেন। দীর্ঘ কেরিয়ারে বেশ সুপরিচিতি লাভ করেছেন। ২০০৫ সাল থেকে হাইকোর্টে উন্নীত হন। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০২৪ সালে ৪০ বছরের অভিজ্ঞতা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হিসেবে দায়িত্বে এলেন তিনি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব খান্না, দেখুন ভিডিয়ো