একদিকে ভুয়ো সার্টিফিকেট দিয়ে আইএএস অফিসার হওয়া কন্যা যখন বিতর্কের তুঙ্গে, তখন অন্যদিকে বন্দুক উঁচিয়ে কৃষকদের হুমকি দেওয়া অভিযোগে শ্রীঘরে মা। দেশজুড়ে এখন বিতর্কে পুনের খেদকার পরিবার। কয়েকদিন আগেই মনোরমা খেদকারকে (Manorama Khedkar) গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার তিনি জামিনের আবেদন করলে তা খারিজ হয়ে যায় এবং পূজা খেদকারের (Puja Khedkar) মাকে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। অর্থাৎ ২০ জুলাই সোমবার পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হচ্ছে। এদিকে আজই মনোরমার বিতর্কিত বন্দুক এবং তিন রাউন্ড গুলির হদিশ পেয়েছে পুনে পুলিশ। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করে আদালতে পেশ করেছে তাঁরা। ফলে আদৌ তিনি জামিনে ছাড়া পাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
জানা যাচ্ছে, গ্রেফতারির পর থেকেই বন্দুকটি খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছিল তদন্তকারী আধিকারিকরা। অবশেষে শনিবার তাঁর বাংলোতে তল্লাশি চালিয়ে বন্দুক, গুলি এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা যাচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওতে এই গাড়িটিও মনোরমার সঙ্গে দেখা যায়। আপাতত গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছিল বন্দুক নিয়ে কয়েকজন কৃষককে হুমকি দিচ্ছেন তিনি। যদিও এই ভিডিওটি বেশ কয়েকবছরের পুরোনো। অভিযোগকারী কৃষকরা জানিয়েছিলেন সেই সময় তাঁরা ভয়ে পুলিশে অভিযোগ দায়ের করতে পারেননি। তবে এখন যেহেতু খেদকার পরিবার পুলিশের নজরে রয়েছে, তাই তাঁরা অভিযোগ দায়ের করেছে।
#WATCH | Maharashtra | Judicial Magistrate Court Pune extends 2 days of police custody of Manorama Khedkar mother of trainee IAS Puja Khedkar. pic.twitter.com/7fJVFIZT8A
— ANI (@ANI) July 20, 2024
প্রসঙ্গত, ভুয়ো সংশাপত্র দিয়ে প্রতিবন্ধী কোটায় চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে পূজার বিরুদ্ধে। এমনকী ট্রেনি হওয়া সত্ত্বেও পদের অপব্যবহার করে একাধিক বেনিয়ম কাজ করেছেন তিনি। ব্যক্তিগত গাড়িতে লালবাতি লাগানো থেকে সরকারি প্লেট ব্যবহার করার মতো অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে ইতিমধ্যে চলছে তদন্ত। খুব শীঘ্রই তাঁকে তলব করতে পারেন পুলিশ আধিকারিকরা।