Photo Credits: ANI

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) সন্ত্রাসবাদী কাজকর্মে অর্থ যোগানের (terror funding) অভিযোগে গ্রেফতার (arrest) হল একজন সাংবাদিক (journalist)। ধৃতের নাম মুজামিল জাহুর মালিক। তাকে ইন্ডারগাম পাট্টান (Indergam Pattan) এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীনগর পুলিশ (Srinagar Police) সূত্রে জানা গেছে, ধৃত ওই যুবক জাল পরিচয়পত্র (fake identity) ও ভুয়ো কাগজ (forged documents) জমা দিয়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (bank account) খুলেছিল। আর তাতে সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর জন্য অর্থ ঢুকত বিভিন্ন সন্দেহজনক জায়গা থেকে। ধৃতকে গ্রেফতার করে ইউএপিএ (UAPA) ও ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় এফআইআর দায়ের করে মামলা শুরু করেছে নাউগাম থানার (Nowgam PS) পুলিশ। ইতিমধ্যে এই মামলায় পাঁচজন গ্রেফতারও হয়েছে। আরও পড়ুন: Pakistani National Seema Haider: পাক গুপ্তচর সন্দেহে ধৃত সীমা হায়দরের ইংরেজি শুনে চমকে ওঠেন ATS অফিসাররা