দিল্লি, ২০ জুলাই: পাকিস্তানি নাগরিক সীমা হায়দরকে হেফাজতে নিয়ে জোর কদমে জেরা শুরু করেছে উত্তরপ্রদেশ এটিএস। জেরার মাঝে উত্তরপ্রদেশ এটিএসের তরফে সীমা হায়দরকে ইংরেজি পড়তে দেওয়া হয়। উত্তরপ্রদেশ এটিএসের তরফে সীমা হায়দরকে যে ইংরেজি স্ক্রিপ্ট পড়তে দেওয়া হয়, তা তিনি সাবলীলভাবেই সম্পূর্ণ করেন। শুধু তাই নয়, সীমা হায়দরের ইংরেজি পড়ার ধরণ দেখে কার্যত চমকে ওঠেন এটিএস অফিসাররা।
পাবজি খেলতে গিয়ে সীমা হায়দরের সঙ্গে পরিচয় হয় উত্তরপ্রদেশের সচিন মীনার। দুজন সম্পর্কে জড়ালে সচিনের সঙ্গে সীমা নেপালে নাম পালটে থাকেন। এরপর অবৈধভাবে নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন সীমা। ভারতে এসে নয়ডার একটি ফ্ল্যাটে দুজন একত্রবাস শুরু করেন। যা জানাজানি হতেই পুলিশ সীমা এবং সচিনকে গ্রেফতার করে। সীমা এবং সচিনের গ্রেফতারির পর তাঁরা ছাড়া পেতেই ফের উত্তরপ্রদেশ এটিএস সীমাে গ্রেফতার করে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগ সন্দেহে।
শুধু তাই নয়, সীমার দাদা এবং কাকা পাক সেনায় কর্মরত। পাক সেনার অন্দরে সীমার যাতায়াতও ছিল অবিরত। ফলে এই পাক নাগরিককে নিয়ে এটিএসের সন্দেহ বাড়তে শুরু করায়, ফের তাঁকে হেফজতে নেওয়া হয়।