যোধপুর, ৭ ফেব্রুয়ারি: মাঝ আকাশে অসুস্থ যাত্রী। মাঝ আকাশে যাত্রীর অসুস্থতার খবর পেয়েই ইন্ডিগো (Indigo) বিমান নামল তড়িঘড়ি। জেড্ডা-দিল্লির বিমানে মিঞা বানো নামে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় যোধপুরে (Jodhpur) তড়িঘড়ি নামতে হয় ইন্ডিগোর জেড্ডা-দিল্লির একটি বিমানকে। রাজস্থানের যোধপুরে ওই বিমানটি নামার পরপরই অসুস্থ যাত্রীকে গয়াল হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে ভর্তির পরও শেষরক্ষা হয়নি। বছর ৬১-র ওই যাত্রীর মৃত্যু হয় সঙ্গে সঙ্গে। জম্মু কাশ্মীরের হাজারিবাগের বাসিন্দা মিঞা বানো জেড্ডা-দিল্লির বিমানে ছিলেন। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর।
আরও পড়ুন: IndiGo: বিহারের পরিবর্তে যাত্রীকে রাজস্থানে উড়িয়ে নিয়ে গেল ইন্ডিগো, তদন্তের নির্দেশ
রিপোর্টে প্রকাশ মিঞা বানোর ছেলে মুজফ্ফর তাঁর মায়ের সঙ্গে ছিলেন। কিন্তু যোধপুর বিমানবন্দরে বিমান নামার পর থেকেই মিঞা বানোর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ফলে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই ওই যাত্রীর মৃত্যু হয় বলে খবর।