Gwalior man Dies in Dubai Car Accident (Photo Credits: X)

গোয়ালিয়র, ২০ জুনঃ চাকরির খোঁজে দুবাইয়ে (Dubai) যাত্রা। মহাজাগতিক শহরে পা দেওয়ার তিন দিনের মধ্যেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল গোয়ালিয়রের বাসিন্দা সুরাজ শর্মার।কান্নায় মুছরে পড়ল গোটা পরিবার।

আরও পড়ুনঃ ওয়াটার পার্কে বিনোদনের মাঝে সাংঘাতিক কেলেঙ্কারি কাণ্ড, রাইড ছিঁড়ে আছড়ে পড়ল মাটিতে, মৃত্যু আরোহীর

বছর ২৮-এর যুবক চাকরির খোঁজে সুদূর দুবাই পাড়ি দিয়েছিলেন। বড় দেশ। কাছের বিপুল সুযোগ। দু-চোখ ভরা স্বপ্ন নিয়ে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়র (Gwalior) থেকে দুবাইয়ে যাত্রা করেন সুরাজ। পরিবার সূত্রে খবর, ১৮ মে দিল্লি যান তিনি। সেখানে চারদিন থেকে ২৩ মে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যান। ২৬ মে ঘটল চরম অঘটন। বাড়ি থেকে বহুদূর দুবাইয়ের রাস্তায় গাড়ি দুর্ঘটনায় মারা যান সুরাজ। তবে যুবকের মারা যাওয়ার খবর প্রায় কুড়ি দিন পর এসে পৌঁছয় পরিবারের কাছে। মাঝের দিন গুলোতে স্বামীর সঙ্গে শত যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন স্ত্রী চেতনা। দুবাই গিয়ে সুরাজ নিখোঁজ হন বলে আশঙ্কা করে পরিবার। থানায় অভিযোগও দায়ের করে।

এরই মাঝে ১৬ জুন দুবাইতে বসবাসকারী একজন সমাজকর্মী গোয়ালিয়রের সাইবার সেলে ইমেলের মাধ্যমে সুরাজের মৃত্যু সংবাদ পাঠান। ইমেলে সুরাজের ছবি এবং তাঁর পাসপোর্টের একটি কপিও দেওয়া ছিল। পরের দিন ১৭ জুন, পুলিশ পরিবারকে যুবকের মৃত্যু সংবাদ জানায়। সেই খবর পাওয়া মাত্রই দিল্লিতে ভারতীয় দূতাবাসের দারস্ত হয় নিহত যুবকের স্ত্রী চেতনা এবং বাবা কৃষ্ণ শর্মা। দুবাই থেকে সুরাজের মৃতদেহ ফিরিয়ে আনার জন্যে দূতাবাসের কাছে সাহায্য প্রার্থনা করে পরিবার।