Water Park Accident (Photo Credits: X)

সোলাপুর, ২০ জুনঃ ওয়াটার পার্কে রাইড চড়তে গিয়ে সাংঘাতিক কেলেঙ্কারি কাণ্ড। চলমান রাইড আচমকাই ভেঙে পড়ল। মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুর জেলার আকলুজের সায়াজিরাজে ওয়াটার পার্কে (Water Park) দুর্ঘটনার জেরে এক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, বুধবার ১৮ জুন আকলুজের সায়াজিরাজে ওয়াটার পার্কে চলন্ত অক্টোপাস রাইডের (Octopus Ride) একটি অংশ ছিটকে পড়ে। রাইডের একটি আসন-সহ সজোরে মাটিতে আছড়ে পড়েন আরোহীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন বাকিরা। নিহত ব্যক্তির নাম তুষার ধুমাল। পেশায় তিনি ব্যবসায়ী। চলমান রাইডে হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটির জেরে এমন দুর্ঘটনা ঘটেছে বলেই আশঙ্কা করছে পুলিশ।

 ওয়াটার পার্কে রাইড ভেঙে দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আরোহী বোঝাই অক্টোপাস রাইডটি অত্যন্ত দ্রুত গতিতে ঘুরছিল। এমন সময়ে আচমকাই একটি আসন ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ে। এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই হতচকিয়ে যান ওয়াটার পার্কের পর্যটকেরা। হইচই কাণ্ড বেধে যায়। চিৎকার চেঁচামেচিতে ফেটে পড়েন সকলে।

 অক্টোপাস রাইড ছিঁড়ে আরোহীর মৃত্যুঃ

 

View this post on Instagram

 

A post shared by PUNE PULSE (@punepulse)

 

ঘটনার তদন্ত করছে পুলিশ। পার্কের নিরাপত্তা প্রোটোকল এবং রক্ষণাবেক্ষণের রেকর্ডগুলিও পর্যালোচনা করা হচ্ছে। রাইডের রক্ষণাবেক্ষণ ঘিরে কোনরকম অবহেলা জড়িত ছিল কিনা তা নির্ধারণ করার চেষ্টা করছে পুলিশ। তবে মহারাষ্ট্রের এই মর্মান্তিক ঘটনার জেরে রাজ্য জুড়ে বিনোদন এবং ওয়াটার পার্কগুলোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে।