উধমপুর, ২৯ মে: ট্রাকে আগুন লেগে গেছে। একের পর একটা গ্যাস সিলিন্ডার (LPG cylinder) ফাটছে। কান ফাটা সেই আওয়াজ। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu &Kashmir) উধমপুর জেলার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। হঠাৎই সেটিতে আগুন লেগে যায়। ৪৫ মিনিটের মধ্যে কয়েক ডজন এলপিজি সিলিন্ডার ফাটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি টিকরি অঞ্চলে ঘটে। ট্রাকে আগুন লাগার পরই জাতীসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের কর্তারা জানিয়েছেন, ট্রাকের চালক উজ্জল সিং অক্ষত আছেন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আরও পড়ুন: Jammu &Kashmir: পুলওয়ামায় বিস্ফোরক বোঝাই গাড়ির মালিককে চিহ্নিত, সেও হিজবুল জঙ্গি
#WATCH Jammu & Kashmir: A truck carrying LPG cylinders caught fire on its way to Kashmir in Manthal area of Udhampur district; Movement of vehicles on both sides of the road has been stopped. More details awaited. pic.twitter.com/UcSz3dgDLa
— ANI (@ANI) May 29, 2020
জানা গেছে, ট্রাকটি জম্মুর বারী ব্রাহ্মণা থেকে উত্তর কাশ্মীরের সোপোরে যাচ্ছিল। ট্রাকে ৩০০টিরও বেশি এলপিজি সিলিন্ডার ছিল। হঠাৎ করে টিকরি এলাকায় একটি মন্দিরের কাছে আগুন লেগে যায় ট্রাকে। ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে কয়েক ডজন এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হয়। একেকটি সিলিন্ডার ফাটার পর ১০০ মিটার দূরে গিয়ে পড়ছিল।