হিদায়তুল্লাহ মালিক (Photo Credits: ANI)

শ্রীনগর, ২৯ মে: দক্ষিণ কাশ্মীরে (Jammu &Kashmir) পুলওয়ামা জেলায় গতকাল ২০১৯ সালের ঘটনার পুনরাবৃত্তি রুখে দেয় নিরাপত্তারক্ষী বাহিনী। জঙ্গিদের প্ল্যান ছিল পুলওয়ামা জেলায় গাড়িবোমা বিস্ফোরণ ঘটাবে। একেবারে আগের ছকে হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। তবে তা বানচাল হয়ে গেল, বৃহস্পতিবার সকালে পুলওয়ামায় সেনা, আধাসেনা ও পুলিশের যৌথ তল্লাশিতে উদ্ধার হয় সেই বিস্ফোরক বোঝাই গাড়ি। আজ সেই ব্যবহৃত গাড়ির মালিকের খোঁজ পাওয়া গেছে। তাকে চিহ্নিতও করা হয়েছে। গাড়ির মালিকের নাম হিদায়তুল্লাহ মালিক (Hidayatullah Malik)। সে শোপিয়ানের বাসিন্দা। গত বছর এই যুবক হিজবুল মুজহিদিন (Hizbul Mujahideen) জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে।

উদ্ধার হওয়া বিস্ফোরককে ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে। বাহিনীর ডাকে বম্ব স্কোয়াডও ঘটনাস্থলে আসে। বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় এলাকা থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়। আরও পড়ুন: Jammu &Kashmir: পুলওয়ামার ধাঁচে জঙ্গি নাশকতা রুখে দিল জম্মু ও কাশ্মীরের পুলিশ, উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

পুলিশ জানিয়েছে, গড়িটির রেজিস্ট্রেশন নম্বর ভুয়ো ছিল। বৃহস্পতিবার সকালে একটি চেকপয়েন্টে গাড়িটিকে থামতে বলা হয়। কিন্তু তা না-শুনে গতি বাড়িয়ে ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করে চালক। পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, "নিরাপত্তা রক্ষীরা গুলি চালাতে শুরু করে। চালক পালাতে সক্ষম হয়। কিন্তু IED বোঝাই গাড়িটা ফেলে যায় সে। সম্ভাব্য হামলার কথা আমরা গোয়েন্দাদের থেকে জানতে পেরেছিলাম। গতকাল থেকেই আমরা IED বোঝাই গাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম।"