ভূমিধ্বসের কারণে বন্ধ হয়ে গেল রাস্তা। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারি পাথের, বানিহালের জাতীয় সড়কে। যার জেরে বন্ধ হয়ে যায় ট্রাফিক ব্যবস্থা। এর পাশাপাশি একটি গাড়ি পাথরে ধাক্কা মেরে উল্টে যাওয়ার কারণে গাড়ির মধ্যে থেকে ৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের এসডিএইচ বানিহালে পাঠানো হয়েছে।
ঘটনার জেরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে কোথাও যাওয়ার আগে পথযাত্রীদের আগে থেকে ট্রাফিকের ব্যাপারে জেনে নেওয়ার কথা জানানো হয়েছে।
এর আগে অমরনাথ যাত্রার সময় রামবন জেলায় জাতীয় সড়কের ওপর ভূমিধ্বসের কারণে ব্যহত হয় ট্রাফিক ব্যবস্থা। বৃষ্টির কারণে এখানে প্রায়শই ভূমিধ্বসের মতন ঘটনা ঘটতে দেখা যায়। যে কারণে সমস্যায় পড়েন পথচলতি সাধারণ মানুষ।
J&K | Jammu-Srinagar National Highway blocked due to landslide at Kishtwari Pather, Banihal. Traffic stopped from both ends: Ramban Deputy Commissioner
— ANI (@ANI) September 12, 2023
J&K | One vehicle reportedly hit by a boulder at Wagan Banihal on NH 44. Four bodies recovered. All of them shifted to SDH Banihal: Ramban Deputy Commissioner
— ANI (@ANI) September 12, 2023