মুম্বই, ১৫ জুলাই: ভারতে বিশ্বমানের ৫ জি পরিষেবা (5G Telecom Solution) নিয়ে আসার কথা ঘোষণা করলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি বলেছেন, আমরা গ্লোবার টেলিকম অপারেটরদের ৫ জি সলিউশন দেব। জিও-র ৫ জি সলিউশন প্রধানমন্ত্রী মোদির স্বপ্নের প্রতি সমর্পিত। খুব শীর্ঘই এর ট্রায়াল শুরু হবে।"
আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল জেনারেল মিটিং (RIL AGM 2020) চলছে। এটি কম্পানির ৪৩ তম এজিএম। সেই বৈঠকেই একথা ঘোষণা করেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি বলেছেন, ৫ জি স্পেকট্রাম পাওয়া গেলে মেড ইন ইন্ডিয়া প্রযুক্তিটি এক বছরের মধ্যেই স্থাপন এবং চালু করা যেতে পারে। আরও পড়ুন: Google to Invest Rs 33,737 Crore in Jio: জিও প্ল্যাটফর্মে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করবে গুগল
Jio has developed a complete 5G solution from scratch, this will enable us to launch a world-class 5G service in India. This will be ready for trial as a soon as 5G specturm is available & can be ready for field deployment next year: Reliance Industries Chairman Mukesh Ambani pic.twitter.com/qPApDEiIbt
— ANI (@ANI) July 15, 2020
তিনি আরও বলেন, "একবার জিও-র ৫ জি পরিষেবা ভারতে সফল প্রমাণিত হওয়ার পরে, জিও প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী অন্যান্য টেলিকম অপারেটরদের ৫ জি সমাধান করার জন্য তৈরি হয়ে যাবে। গুগল এবং জিও যৌথ ভাবে সস্তায় ৫ জি স্মার্টফোন তৈরি করবে৷ এখনও পর্যন্ত ১০ কোটি জিও ফোন বিক্রি হয়েছে৷ এখনও বহু ফিচার ফোন ব্যবহারকারী তাঁদের ফোনকে স্মার্টফোনে আপগ্রেড করার জন্য অপেক্ষা করছেন৷ আমাদের বিশ্বাস, আমরা এন্ট্রি লেভেল ৪ জি অথবা ৫ জি স্মার্টফোন ডিজাইন করতেই পারি৷ বর্তমান দামের চেয়ে সেই ফোনের দাম অনেকটাই সস্তা হবে৷ গুগল ও জিও যৌথ ভাবে তৈরি করবে একটি ভ্যালু-ইঞ্জিনিয়ার্ড অ্যান্ড্রয়েড-বেসড স্মার্টফোন অপারেটিং সিস্টেম।"