আমেদাবাদ, ২১ এপ্রিল: গুজরাতের বিধায়ক ও কংগ্রেস নেতা জিগনেশ মেভানিকে (Jignesh Mevani) গ্রেফতার করল অসম পুলিশ (Assam Police)। গতকাল গভীর রাতে গুজরাতের পালানপুরের (Palanpur) একটি সার্কিট হাউস থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাঁকে আমেদাবাদে নিয়ে যাওয়া হয় এবং আজ অসমে নিয়ে যাওয়া হবে। দলিত এই নেতার গ্রেফতারের কারণ এখনও স্পষ্ট নয়। মেভানির সহযোগীরা বলছেন যে তাঁদের এখনও এফআইআর বা পুলিশ মামলার কপি দেওয়া হয়নি।
কোকরাঝাড়ের এসপি থুবে প্রতীক বিজয় কুমার (Thube Prateek Vijay Kumar) এএনআইকে বলেছেন, "কোকরাঝাড় পুলিশ গতরাতে পালানপুর সার্কিট হাউস থেকে কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানিকে গ্রেফতার করেছে।"
#UPDATE | Kokrajhar police arrested Congress Vadgam MLA Jignesh Mevani from Palanpur Circuit House last night, Kokrajhar SP Thube Prateek Vijay Kumar said to ANI
— ANI (@ANI) April 21, 2022
জিগনেশ মেভানি গুজরাতের ভাদগাম বিধানসভার বিধায়ক। তিনি একজন আইনজীবী ও সাবেক সাংবাদিক। নির্দল হিসেবে জিতে এলেও তিনি কংগ্রেসকে সমর্থন দিয়েছেন।