
নয়াদিল্লিঃ ডাইনি সন্দেহে(Witchcraft Charge) খুন মহিলা। নদীর তীর থেকে মিলল দেহ। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) গুমলায়(Gumla)। গ্রেফতার মূল অভিযুক্ত। জানা গিয়েছে, বিগত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন গুমলার ফাট্টি বাগিচা টোলির এক মহিলা। বয়স ৫০। মাকে খুঁজে না পেয়ে থানায় মিসিং ডায়েরি করেন তাঁর ছেলে। এরপরই তদন্তে নামে পুলিশ। এরই মাঝে গুমলার খাটওয়া নদী তীর থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ।
ঝাড়খণ্ডে কুসংস্কারের বলি মহিলা, নদীর তীরে মিলল দেহ
অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাঁকে ডাইনি বলে দাগিয়ে দিয়েছিল স্থানীয়রা। কুসংস্কারের বশবর্তী হয়ে ওই মহিলাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল। কার্যত একঘরে করে দেওয়া হয়েছিল ওই পরিবারকে। মূল অভিযুক্ত কর্মপাল লাকরার উস্কানিতেই চলছিল সবটা। তাকেই গ্রেফতার করেছে পুলিশ। অপরাধের কথা স্বীকার করেছে সে। পুলিশক সে জানায়, ওই মহিলাকে খুন করেছে সে। খুন করে দেহ লোপাটের জন্য খাটওয়া নদী তীরে ফেলে আসা হয়। ইতিমধ্যেই ওই যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডাইনি সন্দেহে খুন মহিলা, ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামে শোরগোল
Jharkhand Woman Killed Over Witchcraft Charge, Body Found Buried In Sandhttps://t.co/0HakqcmTm2 pic.twitter.com/yMC3NMvS0O
— NDTV (@ndtv) March 17, 2025