Champai Soren (Photo Credits: ANI)

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর মন্ত্রীত্ব ভাগাভাগি করে নিলেন ঝাড়খন্ডের নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন (Champai Soren)। দফতর হিসেবে নিজে রাখলেন পার্সোনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম এবং রাজভাষা, স্বরাষ্ট্রমন্ত্রক, ক্যাবিনেট সেক্রেটারিয়েট এবং ভিজিল্যান্স।

বসন্ত সোরেনকে দেওয়া হয়েছে রোড কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন এবং ওয়াটার রিসোর্স। বেবি দেবীকে (Bebi Devi) দেওয়া হয়েছে মহিলা ও শিশু কল্যান এবং সমাজকল্যান মন্ত্রক।

বান্না গুপ্তাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য, মেডিকেল এডুকেশন, ফ্যামিলি ওয়েলফেয়ার এবং বিপর্যয় মোকাবিলা মন্ত্রক।রামেশ্বর ওরাওকে দেওয়া হয়েছে অর্থনীতি এবং কমার্স দফতর। কংগ্রেসের আলমগীর আলমকে দেওয়া হয়েছে রুরাল ডেভেলপমেন্ট, পঞ্চায়েত রাজ এবং রুরাল ওয়ার্কস ডিপার্টমেন্ট।

সংখ্যালঘু মন্ত্রক, পর্যটন, খেলা এবং যুব দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে হাফিজুল হাসানকে। ২ ফেব্রুয়ারী ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন চম্পাই সোরেন। ঝাড়খন্ড মুক্তি মোর্চার ২৯ টি এবং কংগ্রেসের ১৭ আসনের সাহায্যে অনায়াসেই বিধানসভায় ফ্লোর টেস্টে সফল হন চম্পাই সোরেন।