Hemant Soren (Photo Credit: ANI/Twitter)

আস্থা ভোটে জয় পেলেন চম্পাই সোরেনরা (Champai Soren)। ঝাড়খণ্ড (Jharkhand) বিধানসভায় চম্পাই সোরেনদের আস্থা ভোটে জয়ের পর হেমন্ত সোরেনের দেখা মেলে ক্যামেরার সামনে। আস্থা ভোটের পর ঝাড়খণ্ড বিধানসভা থেকে বেরিয়ে আসতে দেখা যায় হেমন্ত সোরেনকে। হাসি মুখে করজোড়ে বিধানসভা থেকে বের হন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত। প্রসঙ্গত সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় যে আস্থা ভোট পর্ব হয়, সেখান ৪৭ জন বিধায়কের সমর্থন পেয়ে জয় পান চম্পাই সোরেনরা।

আরও পড়ুন: Hemant Soren: 'গ্রেফতারিতে জড়িত রাজভবনও', ইডি হেফাজতে থাকা হেমন্ত বিধানসভায় হাজির হয়েই আক্রমণাত্মক

দেখুন...