শ্রীনগর, ১ ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি (Terrorist)। বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার (Pulwama District) কাসবায়ার এলাকায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই হয়। তাতেই দুই জঙ্গি নিহত হয়। দুই জঙ্গির নাম ইয়াসির প্যারে ও ফুরকান। জইশ-ই-মহম্মদ (জেএম) কমান্ডার ইয়াসির একজন আইইডি বিশষজ্ঞ। অন্যদিকে ফুরকান পাকিস্তানি।
জানা গিয়েছে, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেলে তল্লাশিতে নামে। বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলিতে নিহত হয় দু'জন। আরও পড়ুন: Coronavirus Cases In India: ১ লাখের নিচে অ্য়াক্টিভ কেস, ওমিক্রন আতঙ্কের মধ্যেই আশার খবর
#PulwamaEncounterUpdate | Top JeM terrorist commander Yasir Parray, an IED expert & foreign terrorist Furqan were neutralized in the encounter. Both were involved in several terror crime cases: IGP Kashmir to ANI pic.twitter.com/EJYtwYGgxh
— ANI (@ANI) December 1, 2021
কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের কমান্ডার ইয়াসির প্যারে একজন আইইডি বিশেষজ্ঞ। উভয়ই বেশ কয়েকটি অপরাধের মামলায় জড়িত ছিল। তাদের নিকেশ হওয়া বড় সাফল্য।"