File Photo (Photo Credit: ANI)

শ্রীনগর, ১ ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি (Terrorist)। বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার (Pulwama District) কাসবায়ার এলাকায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই হয়। তাতেই দুই জঙ্গি নিহত হয়। দুই জঙ্গির নাম ইয়াসির প্যারে ও ফুরকান। জইশ-ই-মহম্মদ (জেএম) কমান্ডার ইয়াসির একজন আইইডি বিশষজ্ঞ। অন্যদিকে ফুরকান পাকিস্তানি।

জানা গিয়েছে, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেলে তল্লাশিতে নামে। বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলিতে নিহত হয় দু'জন। আরও পড়ুন: Coronavirus Cases In India: ১ লাখের নিচে অ্য়াক্টিভ কেস, ওমিক্রন আতঙ্কের মধ্যেই আশার খবর

কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের কমান্ডার ইয়াসির প্যারে একজন আইইডি বিশেষজ্ঞ। উভয়ই বেশ কয়েকটি অপরাধের মামলায় জড়িত ছিল। তাদের নিকেশ হওয়া বড় সাফল্য।"