নতুন দিল্লি, ১ ডিসেম্বর: মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৮ হাজার ৯৫৪ জন। দেশে করোনার বলি ২৬৭ জন। করোানকে হারিয়ে একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ২০৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৯৯ হাজার ২৩টি। এখনও পর্যন্ত কোভিডের টিকা পেয়েছেন দেশের ১২৪ কোটি ১০ লাখ ৮৬ হাজার ৮৫০ জন। অন্যদিকে উত্তরাখণ্ডে রাজ্যপুলিশের ৫ হাজার পুলিশকর্মীর অ্য়ান্টিজেন টেস্ট করানো হলে সেখানে ১৮ জন পুলিশ কর্মীর শরীরে করোনার জীবাণু মিলেছে। এর আগে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ১৯ জন কর্মী করোনায় আক্রান্ত হন। তালিকায় ছিলেন সাতজন পুলিশকর্মীও। আরও পড়ুন- Omicron Variant: দম্পতির শরীরে ওমিক্রনের থাবা, ব্রাজিলে নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার বিমান
করোনার দৈনিক পরিসংখ্যান
COVID19 | India reports 8,954 new cases, 267 deaths & 10,207 recoveries in the last 24 hours; Active caseload at 99,023: Ministry of Health and Family Welfare
Total Vaccination : 1,24,10,86,850 pic.twitter.com/VCefgxVg3n
— ANI (@ANI) December 1, 2021
Out of 5000 police personnel, a total of 18 cops found #COVID19 positive so far during antigen testing across the State: Uttarakhand DGP
19 people from different govt depts including 7 cops, who came for duty during President's visit were found virus-positive on Nov 28-29. https://t.co/msKQ6lq8rR
— ANI (@ANI) December 1, 2021
জানা গেছে, রাষ্ট্রপতির সফরের সময় তাঁরা ডিউটি করছিলেন। এরপরেই তাঁদের কোভিড টেস্ট করা হলে শরীরে মারণ রোগের জীবাণু মেলে।