রিও ডি জেনেইরো, ১ ডিসেম্বর: করোনার নয়া প্রজাতি ওমিক্রন ভাইরাসের সন্ধান মিলল এবার ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশের প্রথম দুই ওমিক্রন আক্রান্ত আসলে দম্পতি। দুজনের শরীরেই এই নয়া প্রজাতির ভাইরাস মিলেছে। জিনহুয়া সংবাদ সংস্থার খবর, গত ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার সাওপাওলো থেকে দেশে ফেরেন ওই ব্যক্তি। তবে তঁর স্ত্রী বাড়িতই ছিলেন। এদিকে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের প্রকোপ শুরু হতে না হতেই ব্রাজিল সরকার সেখানকার বিমানের ওঠানামা নিজদেশে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। আরও পড়ুন-World AIDS Day 2021: HIV সঙ্গীর সঙ্গে নিরাপদ যৌনজীবন সম্ভব, ভরসা দিচ্ছে চিকিৎসা বিজ্ঞান
উল্লেখ, গত ৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন জীবাণুর প্রমাণ পাওয়া যায়। এদিকে গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সতর্কবার্তায় জানিয়েছে ওমিক্রন এখন চিন্তার বিষয়। কারণ এই প্রজাতি বিবিধ মিউটেশনের মধ্যে দিয়ে গেছে। বিশ্বের করোনা হটস্পটের মধ্যে অন্যতম দেশ এই ব্রাজিল। এখানে ২২ মিলিয়নেরও বেশি করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যুমিছিলে শামিল ৬ লাখ ১৫ হাজার বাসিন্দা।