![](https://bnst1.latestly.com/uploads/images/2025/01/3-797972742.jpg?width=380&height=214)
দিল্লি, ৭ ফেব্রুয়ারি: শুক্রবার বসছে আদানি-পুত্রের (Gautam Adani) বিয়ের আসর। গৌতম আদানি কনিষ্ঠ পুত্র জিৎ আদানি ৭ ফেব্রুয়ারি বিয়ের আসরে বসবেন দিভ্যা শাহের সঙ্গে। জিৎ এবং দিব্যার বিয়ে (Jeet Adani-Diva Shah Wedding) হবে ঠিকই কিন্তু তা একেবারে ব্যক্তিগত পরিসরে। সম্প্রতি গৌতম আদানি যখন মহাকুম্ভে যান, সেই সময় কনিষ্ঠ পুত্র জিৎ-এর বিয়ের সম্পর্কে প্রত্যেককে জানান। জিৎ-দিভ্যার বিয়েতে টেলর সুইফট গান গাইতে পারেন বলে সম্প্রতি গুঞ্জন শুরু হয়। যা কার্যত নস্যাৎ করে দেন গৌতম আদানি। তিনি স্পষ্ট জানান, ছেলের বিয়ে হবে ঐতিহ্যবাহী, চিরাচরিত রীতি মেনে। গৌতম আদানি আরও জানান, তাঁরা অত্যন্ত সাধারণভাবে বসবাস করেন। তাই ছেলের বিয়েও হবে অত্যন্ত সাধারণভাবেই। সেখানে কোনও চাকচিক্য থাকবে না বলেই জানান গৌতম আদানি।
কোথায় হচ্ছ জিতৎ-দিভ্যা শাহের বিয়ে?
গুজরাটের (Gujarat) আহমেদাবাদে (Ahmedabad) হচ্ছে আদানি-পুত্রের বিয়ে। বিয়ের আগের অনুষ্ঠান হচ্ছে আদানি ভবন শান্তিবনে। আদানি টাউনশিপ সিটি শান্তিগ্রামে হবে বিয়ের মূল পর্ব। যার জেরে শান্তিগ্রাম ইতিমধ্যেই সেজে উঠেছে।
জিৎ-দিভ্যার বিয়ের বাজেট কত?
জিৎ, দিব্যার বিয়ে একেবারে সাধারণভাবে হবে। তাই কনিষ্ঠ পুত্রের বিয়ের ঠিক কত টাকা গৌতম আদানি খরচ করবেন, সে বিষয়ে সঠিক তথ্য এখনও মেলেনি।
সম্প্রতি আদানি বিমানবন্দরে ডিরেক্টর পদে বসেন জিৎ আদানি। ব্যবসায় ভাল জায়গায় গিয়ে তবেই বিয়ের সিদ্ধান্ত নেন জিৎ আদানি।