শুক্রবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮৮ জন ,আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ।তার থেকে বড় প্রশ্ন এই দুর্ঘটনার দায় কার? এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়ার ক্ষেত্রে কে দায়ী? প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করে দিয়েছেন বিরোধী দলের নেতারা। এমনকি এতবড়ো দুর্ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রী পদত্যাগও দাবি করেছেন অনেকেই।
জেডিইউএর ন্যাশ্য়নাল প্রেসিডেন্ট জানিয়েছেন লালন সিং "বিজেপি সরকার নীতিগত দায়দায়িত্ব সম্পর্কে ভুলে গেছেন, ১৯৯৯ সালের অগাস্টে আসামে গাইসল ট্রেন দুর্ঘটনার সময় মৃত্যু হয়েছিল ২৯০ জনের, সেই সময় নৈতিক দায়িত্ব মাথায় নিয়ে পদত্যাগ করেছিলেন নীতিশ কুমার।"
শুধু জেডিইউ নয় এই ইস্যুতে চাপ বাড়িয়েছেন অন্য়ান্য বিরোধী দলের নেতারাও।অন্যদিকে প্রধানমন্ত্রীর তরফে আহতদের সর্বোচ্চ মেডিকেল সুবিধার আশ্বাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি দোষীদের রেয়াত না করার সিদ্ধান্তও জানানো হয়েছে।
After the ghastly train accident in Odisha's Balasore on Friday that left 288 dead and over 800 injured, JD-U national president Lalan Singh on Saturday slammed the BJP government at the Centre for the tragic mishap.
"The BJP government has forgotten about moral responsibility.… pic.twitter.com/rTJXsakvga
— IANS (@ians_india) June 4, 2023