
দিল্লি, ৪ জুন: পাঞ্জাবের ইউটিউবার জসবীর সিংকে (Jasbir Singh Arrested) গ্রেফতারির পর বুধবার তাকে মোহালি আদালতে তোলা হয়। পাকিস্তানি চরবৃত্তির (Punjab YouTuber) অভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে (Jyoti Malhotra) গ্রেফতারের কয়েকদিনের মধ্যে পাকড়াও করা হয় জসবীর সিং, জসবীর সিংকে। জসবীরকে গ্রেফতারির পর একাধিক তথ্য সামনে আসছে।
জানা যাচ্ছে, জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর নিজের মোবাইল থেকে পাকিস্তান (Pakistan) সংক্রান্ত তথ্য মুছে ফেলার চেষ্টা করে জসবীর। পাক সংক্রান্ত তথ্য যাতে কোনওভাবে পুলিশের হাতে না যায়, সে বিষয়ে সব ধরনের চেষ্টা চালায় পাঞ্জাবের ইউটিউবার। বিদেশি হ্যান্ডেলারদের যত যোগাযোগ জসবীর সিংয়ের মোবাইলে ছিল, তা সব ডিলিট করার চেষ্টা করে পাঞ্জাবের এই ইউটিউবার (Punjab YouTuber)। পাকিস্তানি ইনটেলিজেন্স অপারেটিভের ফোন নম্বর সব ছিল জসবীর সিংয়ের মোবাইলে। পাঞ্জাবের রূপনগরের মাহলান গ্রামের বাসিন্দা জসবীর। পাকিস্তানি গুপ্তচরবৃত্তির (Pakistani Spy) অভিযোগেই রূপনগরের বাসিন্দা জসবীর সিংকে গ্রেফতার করা হয়।
জানা যায়, জাট রনধাওয়া নামে যে পাকিস্তানি হ্যান্ডেলারের নাম জ্যোতির ফোনে সেভ করা ছিল, সেই জাট ওরফে শাকিরের নম্বর ছিল জসবীরের ফোনে। জ্যোতির সঙ্গে একাধিকবার পাক হাইকমিশনে গিয়েছে জসবীর সিং। ২০২০, ২০২১ এবং ২০২৪ সালে পাকিস্তানে গিয়ে সেখানকার হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ করত জসবীর সিং। সেই সমস্ত তথ্য পুলিশের হাতে এসেছে।
জ্যোতি মালহোত্রার পাশাপাশি আর কোন ইউটিউবার বা পাক হ্যান্ডেলারের সঙ্গে জসবীর সিংয়ের যোগাযোগ রয়েছে, সেই তথ্য সব পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে বলে জানান পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব।