PK (Photo Credit: Twitter)

Prashant Kishor: আগামী মাসে বিহার হতে চলা বিধানসভা নির্বাচনে চমক দিলেন ভোটগুরু থেকে সরাসরি ভোটের ময়দানে নামা প্রশান্ত কিশোর। বিহারে প্রথম দফায় ৫১টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন জনসূরয পার্টির প্রধান প্রশান্ত কিশোর। প্রশান্তের ঘোষিত প্রার্থীদের মধ্যে অধিকাংশই হলেন শিক্ষাবিদ, ডাক্তার, আইনজীবী, প্রাক্তন আমলা, সমাজকর্মীরা। ভারতরত্ন প্রাপ্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের নাতনী জাগৃতী ঠাকুরকে সমস্তিপুরের মোরওয়া থেকে প্রার্থী করেছেন দেশের বিশিষ্ট এই ভোটবিশেষজ্ঞ। তবে প্রশান্তের সবচেয়ে বড় চমক গোপালগঞ্জের ভোরে (সংরক্ষিত) কেন্দ্রে। সেখানে পিকে (PK) তার দলের প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন রূপান্তকারী আন্দোলনকর্মী তথা প্রীতি কিন্নর (Preeti Kinnar) নামের এক ট্রান্সজেন্ডার (Transgender)।

প্রার্থী তালিকায় চমক প্রশান্ত কিশোরের

নীতীশ কুমারের দলের দাপুটে নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী সুনীল কুমারের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার প্রার্থীকে টিকিট দিয়ে চমক দিলেন প্রশান্ত। এ ছাড়া বিহারে জনসূরয পার্টির প্রার্থী হয়েছেন বিখ্যাত গণিতবিদ কে.সি. সিনহা, প্রাক্তন পাটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা লেখককে কুমহারা আসন থেকে প্রার্থী হয়েছেন। প্রাক্তন আইপিএস অফিসার আর.কে. মিশ্র, যিনি ১৯৮৯ সালের ভাগলপুর দাঙ্গা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং পরে বিহারের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন, তিনিও এবার প্রার্থী হয়েছেন, দশকের পর দশক প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে। সিনিয়র অ্যাডভোকেট ও প্রাক্তন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (বিহার) এবং ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই.বি. গিরি মঞ্জি আসন থেকে প্রশান্ত কিশোরের দলের টিকিটে লড়বেন। তবে প্রশান্ত তিনি নিজে প্রার্থী হচ্ছেন না। গত কয়েক মাস বিহারের অলিগলি, গ্রামেগঞ্জে চষে বেরাচ্ছেন।

দেখুন খবরটি

বিহারে কিংমেকার হওয়ার চেষ্টায় প্রশান্ত কিশোর

আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ফলপ্রকাশ ১৪ নভেম্বর। বিহারে মূলত দ্বিমুখি লড়াই বিজেপি-জেডিইউ-আরএলজেপি জোট এনডিএ বনাম কংগ্রেস-আরজেডি-বামেদের মহাগঠবন্ধন বা ইন্ডিয়া। প্রশান্ত কিশোরের দল তৃতীয় শক্তি হওয়ার চেষ্টায়। শোনা যাচ্ছে আম আদিম পার্টিও বিহারে একা লড়ে কিছু আসনে প্রার্থী দেবে। যদিও দিল্লি, পঞ্জাবের বাই গুজরাট, হরিয়ানা, গোয়ায় কিছুটা নির্বাচনী সাফল্য পেলেও বাকি রাজ্যগুলিতে ভোটেপ্রার্থী দিয়ে ভরাডুবি হয়েছে আপের।