শুক্রবার জম্মু থেকে উদ্ধার ৩৩ কেজি হেরোইন (Heroin)। যার বাজারমূল্য আনুমানিক ৩৩ কোটি টাকা। জানা যাচ্ছে, এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে জম্মু পুলিশ। তবে অপরজন ঘটনাস্থল থেকে পালিয়েছে। তাঁর খোঁজে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে এদিন দুপুরে জম্মু বাস স্ট্যান্ডে দুই সন্দেহজনক ব্যক্তিকে বড় বড় দুটি ব্যাগ নিয়ে আসতে দেখা যায়। গোপনসূত্রে খবর পেয়ে আগে থেকেই ওই জায়গায় নজর রাখছিল তদন্তকারী আধিকারিকরা। এরপর দুই ব্যক্তিকে দেখে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তবে আগে থেকে বিপদ বুঝে এক ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে পুলিশের জালে ধরা পড়ে অপরজন।
তাঁকে ঘিরে ধরে ঘটনাস্থলেই ব্যাগগুলিতে তল্লাশি চালানো হয়। তাতেই উদ্ধার হয় ৩৩ কেজি হেরোইন। মোট ২৬টি প্যাকেটে ছিল এই মাদকগুলি। জানা যাচ্ছে অভিযুক্ত ব্যক্তি পঞ্জাবের বাসিন্দা। মাদকগুলি আখুনরে থেকে পঞ্জাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু বাসে ওঠার আগেই পুলিশ ঘিরে ধরে অভিযুক্তকে। তবে পুলিশের দাবি এই ঘটনায় আরও বড় চক্র থাকার সম্ভাবনা রয়েছে। ফলে তল্লাশি অভিযান জারি রয়েছে ওই এলাকায়।
Jammu Police recover 33 kg of heroin worth Rs 33 crore, arrest one suspect
Read @ANI Story | https://t.co/QQutTSdkmN#JammuKashmir #heroin pic.twitter.com/FGePpycL6T
— ANI Digital (@ani_digital) August 9, 2024