শ্রীনগর, ১৬ জানুয়ারি: আগামী ২৬ ডিসেম্বর বড়সড় হামলার ছক বানচাল করল শ্রীনগর পুলিশ। প্রজাতন্ত্র দিবসের মুখে জইশ মডিউলের(Jaish-e-Mohammed module) পর্দা ফাঁস করল জম্মু-কাশ্মীর(Jammu And Kashmir) পুলিশ। ৫ জন জইশ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আইজাজ আহমেদ শেখ, উমর হামিদ শেখ, ইমতিয়াজ আহমেদ চিকলা, সাহিল ফারুক গজরি এবং নাসির আহমেদ মির। এরা হজরতবল এলাকার বাসিন্দা ছিল বলে জানা গিয়েছে।
In a major success the Srinagar Police busts Jaish Module.
Two grenade blasts in Hazratbal area worked out. Major attack averted ahead of Republic Day.Five terror operatives arrested.Huge Expolsive material recovered.
— J&K Police (@JmuKmrPolice) January 16, 2020
গত ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের উপর থেকে সরিয়ে নেওয়া হয় স্পেশাল স্ট্যাটাস। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকার পরিস্থিতি। বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা, স্কুল, কলেজও। আরও পড়ুন: Jammu & Kashmir Snowfall: লাগাতার তুষারপাতে বরফের চাদরে ঢেকেছে জম্মু কাশ্মীর, হটকেকের মত বিকোচ্ছে পশমের জুতো
In a major success the Srinagar Police busts Jaish Module.
Two grenade blasts in Hazratbal area worked out. Major attack averted ahead of Republic Day.Five terror operatives arrested.Huge Expolsive material recovered.
— J&K Police (@JmuKmrPolice) January 16, 2020
জইশ জঙ্গি সংগঠনটি পাকিস্তানের মদতে ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে। মাসুদ আজাহার এই সংগঠনের মাথায় রয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন ৪৩ জন জওয়ান। সেই হামলার দায়ও স্বীকার করে নিয়েছিল জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠী।