Jammu Flood Situation (Photo Credit: X@DailyExcelsior1)

রাতভর টানা বর্ষণের জেরে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয়েছে নদীগুলো। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বাড়িঘর। জায়গায় জায়গায় ধস নেমেছে, এমনকি অনেক জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে রাতভোর বৃষ্টিতে। জম্মু-পাঠানকোট জাতীয় মহাসড়কের উপর দু’টি সেতু রয়েছে।শনিবার সারা রাতের বৃষ্টিতে সেই সেতু মাঝখান থেকে ধসে গিয়েছে। অন্য সেতুটির অবস্থাও সঙ্গীন। এর ফলে ওই দুই সেতুতে যান চলাচল আপাতত বন্ধ। বিকল্প পথে ওই এলাকায় যান চলাচল করছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জম্মু ও কাশ্মীরের বন্যা পরিস্থিতি সম্পর্কে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে বিশদ জানিয়েছেন। তিনি জানান, পুঞ্চ এবং রাজৌরি জেলা ব্যতীত সমগ্র জম্মু বিভাগে এখনও বৃষ্টিপাত হচ্ছে, যদিও বৃষ্টির তীব্রতা কম। তাওয়াই নদীর জলস্তর হ্রাস পেয়েছে, তবে চেনাব নদী বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।। জিতেন্দ্র জানান, তাৎক্ষণিক অগ্রাধিকার হল বিদ্যুৎ, জল সরবরাহ এবং মোবাইল পরিষেবা পুনরুদ্ধার করা, এ জন্য কর্তৃপক্ষ রাতভর অবিরাম কাজ করে চলেছে। স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকে নিরাপত্তার জন্য অপ্রয়োজনীয় স্থানে চলাচল থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জম্মুর বন্যা পরিস্থিতিতে নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ঐতিহাসিক মাধোপুর সেতু, যা ইতিহাসের অংশ হয়ে উঠেছিল, যখন ১৯৫৩ সালের ১১ মে এই সেতুর মাঝখানে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীকে গ্রেফতার করা হয়। বুধবার ভোররাত থেকে এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে পরিস্থিতির উপর নজর রাখছেন। বেশ কিছু হেল্পলাইন নম্বর চালু করেছেন তিনি।