দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সকাল থেকে সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর এখনও অবধি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এনকাউন্টারের আগে সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল রাত থেকেই ওই এলাকায় কর্ডন ও তল্লাশি অভিযান চালানো হয়। নিরাপত্তা সূত্র জানায়, যৌথ বাহিনী কাদের গ্রামের সন্দেহজনক স্থানের কাছে গেলে লুকিয়ে থাকা জঙ্গিরা নির্বিচারে গুলি চালায় এবং ভয়ানক বন্দুকযুদ্ধ শুরু হয়। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, অভিযান চলছে। নিহত সন্ত্রাসবাদীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
দক্ষিণ কাশ্মীরের ডিআইজি জাভিদ আহমেদ মাতুর সংবাদমাধ্যমকে বলেছেন, "গতকাল সন্ধ্যা থেকে এই এনকাউন্টার চলছে। পাঁচ সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে। সন্ত্রাসবাদীদের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। এখনও অভিযান চলছে। আমাদের দুই জওয়ান আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল..."
দক্ষিণ কাশ্মীরের ডিআইজি জাভিদ আহমেদ কী বললেনঃ
#WATCH | Kulgam encounter | J&K | Javid Ahmad Matoor, DIG South Kashmir says, "This encounter has been underway since yesterday evening. Five terrorists have been neutralised. The bodies of the terrorists are being retrieved. Operation is underway here. Two of our jawans were… pic.twitter.com/rjQ56tW8y3
— ANI (@ANI) December 19, 2024
ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের শক্তিশালী যৌথ অভিযানে নিহত পাঁচ জঙ্গিঃ
Security forces execute precision counter-terrorism operation in South Kashmir's Kulgam, eliminating five militants in a robust joint operation by Indian Army and J-K Police, demonstrating strategic operational capabilities against insurgent threats. #NationalSecurity #Kashmir pic.twitter.com/r3mGqZqNPh
— DD News (@DDNewslive) December 19, 2024