রামবানের ধর্মকুন্ড গ্রামে রবিবার সকালে হড়পা বানে (flash floods in Ramban) মৃত্যু হয়েছে দু'জনের। নিখোঁজ এক জন। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও স্থানীয় প্রশাসন সূত্রে খবর। ভারী বৃষ্টির জেরে জম্মু ও কাশ্মীরের রামবানে আচমকা হড়পা বান নামে রবিবার।ধর্মকুন্ড গ্রামের একটি খালের জল বিপজ্জনক মাত্রায় পৌঁছোয়। আচমকাই হড়পা বানের সৃষ্টি হয়। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঁচু জায়গায় আশ্রয় নেন। তবে জলের তোড়ে বহু বাড়ি ভেসে গিয়েছে। বাড়িতে বহু গ্রামবাসী আটকে পড়েন। প্রশাসন সূত্রে খবর, ৯০-১০০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই দুর্যোগের জেরে জম্মু-কাশ্মীরে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। তবে স্থানীয় প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে। রামবান শহরে শিলাবৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে। বহু জায়গায় ধস নেমেছে (Landslides in Ramban), ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে।
জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (National Highway 44) অবরুদ্ধ হয়ে পড়েছে। আজ সকালে ভূমিধসের কারণে জাতীয় সড়ক ৪৪ বন্ধ থাকায় উধমপুরে বিপুল সংখ্যক যানবাহন আটকে আছে।
রামবানে ভূমিধস, উধমপুরে গাড়ির লাইনঃ
#WATCH | Udhampur, J&K: A huge number of vehicles are halted in Udhampur as the National Highway 44 is closed due to landslides in Ramban pic.twitter.com/EmfbIZT5vv
— ANI (@ANI) April 21, 2025
প্রাকৃতিক এই দুর্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (J& K CM Omar Abdullah)মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, "রামবানে মর্মান্তিক ভূমিধস এবং আকস্মিক বন্যায় আমি অত্যন্ত মর্মাহত, যার ফলে জীবন ও সম্পদের যথেষ্ট ক্ষতি হয়েছে। যেখানেই প্রয়োজন সেখানে তাৎক্ষণিক উদ্ধার প্রচেষ্টা নিশ্চিত করার জন্য আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। আপাতত, পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরই মনোযোগ দেওয়া হচ্ছে। নাগরিকদের ভ্রমণ পরামর্শ অনুসরণ করার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় চলাচল এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।"
প্রাকৃতিক দুর্যোগে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ-র
🔷️ Chief Minister @OmarAbdullah expressed anguish over the tragic landslide and flash floods in Ramban, which have caused significant damage to life and property in the Union Territory.@diprjk @CM_JnK pic.twitter.com/AiejMJ8oow
— DD NEWS JAMMU | डीडी न्यूज़ जम्मू (@ddnews_jammu) April 20, 2025