জম্মু-কাশ্মীর নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ছবি:X)

নয়াদিল্লিঃ দফায়-দফায় জঙ্গিহানা (Terrorist Atack)। উত্তপ্ত কাশ্মীর (Jammu &  Kashmir)। উপত্যকায় রক্ত ঝরতেই উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার (Central Government)। রবিবার, জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) পরিস্থিতি পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval),সেনা প্রধান মনোজ পাণ্ডে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, লেফটেন্যন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী,ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন দেকা, সিআরপিএফের ডিরেক্টর জেনারেল অনীশ দয়ালেরা। দীর্ঘ ছ'ঘণ্টা ধরে এই উচ্চপর্যায়ের বৈঠক চলে। বিকেলে বৈঠক শেষ হওয়ার পরে জানা যায়,উপত্যকায় সন্ত্রাস দমনে ‘জিরো টেরর প্ল্যান’ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন শাহ। আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তীর্থযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। অমরনাথ এবং বৈষ্ণোদেবী যাত্রায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেন। জম্মুর জাতীয় সড়কগুলির পাশে আরও নিরাপত্তা বাহিনী মোতায়েন করার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরের এই হামলার ঘটনাকে ছায়াযুদ্ধ বলছেন শাহ। সন্ত্রাসবাদকে উৎখাত করাই মোদী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে সাফ জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।