দিল্লি, ১৪ সেপ্টেম্বর: জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ফের প্রাণ হারালেন দুই সেনা অফিসার এবং এক পুলিশ কর্মী। বুধবার সকাল থেকে জম্মু কাশ্মীরের অনন্তনাগে সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। অনন্তনাগের কোকেরনাগ এলাকায় জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। তারপর থেকেই সেনা বাহিনী এবং পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। যার জেরে আর্মি রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের এক অফিসার, কোম্পানি কমান্ডার এবং জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি নিহত হন। যার জেরে শোকের ছায়া নেমে আসে। পরপর ৩ আধিকারিকের মৃত্যুর পরও বন্ধ হয়নি এনকাউন্টার। বৃহস্পতিবার সকাল থেকে ফের কোকেরনাগ এলাকায় এক নাগাড়ে গোলাগুলি চলছে।
সেনা সূত্রে খবর, কোকেরনাগে গোলাগুলির জেরে মনপ্রীত সিং, মেজর আশিস এবং জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট গুরুতর জখম হন। বুধবার তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে, শেষরক্ষা হয়নি। কোকেরনাগ এলাকায় জঙ্গিদের খোঁজে বাহিনীর সামনে ছিলেন মনপ্রীত সিং, মেজর আশিসরা।
#WATCH | J&K | Visuals from the Kokernag area of Anantnag where an encounter broke out between security forces and terrorists, yesterday.
Col Manpreet Singh, Major Ashish Dhonak & DSP Humayun Bhat lost their lives during this ongoing operation. Our forces persist with… https://t.co/7Hb0aOHJPt pic.twitter.com/D1k3OVwnMP
— ANI (@ANI) September 14, 2023
সেনা বাহিনী এবং পুলিশ এক নাগাড়ে হামলা চালালে, ২-৩ জন জঙ্গি পালটা গুলি চালাতে শুরু করে। যার জেরে গুলি লাগার পর ঘটনাস্থলেই কর্নেলের মৃত্যু হয় বলে অনুমান। পাশাপাশি মেজর এবং জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপিকে গুরুতর আহত অবস্থায় হাসপাাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁদের।
জানা যাচ্ছে, লস্কর-ই-তইবার শাখা সংগঠন দ্য রেজিটেন্স ফ্রন্টের জঙ্গিরাই কোকেরনাগ এলাকায় লুকিয়ে রয়েছে। যাদের খোঁজে অব্যাহত তল্লাশি।