শ্রীনগর, ৭ জুন: রবিবার জম্মু ও কাশ্মীরে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হল ৫ জঙ্গি। মৃত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার রেবান এলাকায় গুলির লড়াই চলে। পুলিশ জানিয়েছে, CRPF, রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশন গ্রুপ শোপিয়ানে তল্লাশি অভিযান চালায়। এখনও অপারেশন চলছে।
এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়ে তল্লাশিতে নামে যৌথ বাহিনী। বাহিনী দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দিতে শুরু করে বাহিনীও। বেশ কয়েকঘণ্টা গুলির লড়াই চলার পর তিন জঙ্গি নিহত হয়। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে। আরও পড়ুন: Telangana Shocker: চাকরি পেতে বাবাকে খুন করল যুবক, সাহায্য করল ভাই ও মা
#UPDATE Joint operation was launched in the early hours today on J&K Police input. 5 terrorists have been eliminated, no collateral damage. Operation still in progress: Indian Army https://t.co/BHtemmlub8
— ANI (@ANI) June 7, 2020
এই মাসের শুরুতেই পুলওয়ামা জেলার সাইমোগ এলাকায় বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই চলে। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গি ও সুরক্ষা বাহিনীর মধ্যে লড়াইয়ে এক জঙ্গি নিকেশ হয়েছে। এ বছরের এপ্রিলে শোপিয়ানে একটি এনকাউন্টার চলাকালীন নিরাপত্তা বাহিনী চার জঙ্গিকে নিকেশ করে।