Jammu and Kashmir. (Photo Credits: IANS|File)

শ্রীনগর, ১৮ এপ্রিল: জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) ফের জঙ্গি হামলা। শনিবার কাশ্মীরের বারামুলা জেলার সোপরে (Sopore) টহলরত সিআরপিএফ (CRPF)ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর ওপরে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ৩ আধাসেনা শহিদ হয়েছেন। জখম হয়েছেন আরও ২ জওয়ান। লুকিয়ে থাকা বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমেছে আধাসেনা। খবরে বলা হয়েছে, আহাদ বাবস ক্রসিংয়ের কাছে নূরবাগ এলাকায় সিআরপিএফ এবং পুলিশ সদস্যদের একটি যৌথ দলকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে।

এনিয়ে পরপর ২ দিন হামলা চালালো জঙ্গিরা। সোপরের আহাদ ক্রসিংয়ের কাছে চেকপয়েন্ট হামলা করে জঙ্গিরা। শুরু হয়ে যায় গুলির লড়াই। জখম হন ৫ জওয়ান। তাঁদের মধ্যে ঘটনাস্থানেই একজ জওয়ানের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয় হলে সেখানে আরও ২ জওয়ানের মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি নিহত হয়েছে কি না খবর নেই। শহিদ জওয়ানরা হলেন বিহারের বৈশালির বাসিন্দা ৪২ বছরর রাজীব শর্মা, মহারাষ্ট্রের বুলধনের ৩৮ বছরের সিবি ভাকরে এবং গুজরাতের সাবরকণ্ঠের ২৮ বছরের পারমার সত্যপাল সিং। আরও পড়ুন: NHAI To Resume Toll Collection: ২০ এপ্রিল থেকে ফের টোল আদায় শুরু করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া

হামলার পরও চিরুণি তল্লাশিত নেমেছে বাহিনী। শুক্রবারও এরকম একটি হামলা চালায় জঙ্গিরা। গতকাল পুলওয়ামায় সিআরপিএফ ও জম্মু ও কাশ্মীরর পুলিশের একটি ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় গুরুতর আহত হন এক সিআরপিএফ জওয়ান।