শ্রীনগর, ১০ অগাস্ট: ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীর (Jammu Kashmir)। মঙ্গলবার শ্রীনগরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর উপর হামলার জেরে স্থানীয় বেশ কয়েকজন আহত হন বলে খবর। গ্রেনেড হামলার পরপরই আহতদের ভর্তি করা হয় হাসপাতালে (Hospital)।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২.৪০ মিনিট নাগাদ শ্রীনগরের (Srinagar) হরি সিং স্ট্রিটে এসএসবি-র বাঙ্কার লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিদের একটি দল। ওই হামলার জেরে স্থানীয় কয়েকজন আহত হলেও, জওয়ানদের আহত হওয়ার খবর মেলেনি। সিআরপিএফের (CRPF) ডিআইজি কিশোর প্রসাদ ওই খবর জানান।
আরও পড়ুন: Marburg Virus: ইবোলার মতো মারাত্মক, দক্ষিণ আফ্রিকায় মার্গবার্গ ভাইরাসের হানাদারি
Jammu and Kashmir | Five civilians were injured in grenade attack on security personnel at Hari Singh High Street in Srinagar today
— ANI (@ANI) August 10, 2021
এদিকে স্বাধীনতা দিবসের আগে ভূস্বর্গে যাতে কোনও ধরনের হামলা না হয়, তার জন্য গোটা এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তার বহর।