Terror Attack in Jammu and Kashmir: পুলওয়ামার প্যাম্পোর বাইপাসে সিআরপিএফের টহলদারি দলের ওপর গুলি চালালো জঙ্গিরা; জখম ৩ ও মৃত ২ সেনা
সিআরপিএফ (Photo Credits: ANI/Deferred Visuals)

পুলওয়ামা, ৫ অক্টোবর: সোমবার জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পুলওয়ামার (Pulwama) প্যাম্পোর (Pampore) বাইপাসে সিআরপিএফের (CRPF) টহলদারি দলের ওপর গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনায় পাঁচ জওয়ান জখম হয়েছেন, তাদের মধ্যে ২ জন জওয়ানের মৃত্যু হয়েছে। তাঁদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্যাম্পোরের কান্দজাল এলাকায় জম্মু-শ্রীনগর হাইওয়েতে এই ঘটনা ঘটে। পুরো এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। যে তিনজন জওয়ান হাসপাতালে রয়েছেন তাদের চিকিৎসা চলছে। ততাঁরা গুরুতরভাবে আহত। আরও পড়ুন, প্রয়াত গায়ক অভিনেতা শক্তি ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত পোস্ট মেয়ে মেহুলির

একদিন আগেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা ও পুলিশের যৌথ দল প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করে। পুলিশ ও সেনার যৌথ দল পুঞ্চের সুরনেতে তল্লাশি অভিযান চালায়। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। এরমধ্যে রয়েছে গোলা-বারুদ সহ একটি একে ৪৭ রাইফেল, তিন ম্যাগাজিন ও একটি পিস্তল। জঙ্গিদের ডেরার ব্যাপারে নিরাপত্তা বাহিনী বিশেষ সূত্রে জানতে পারে এবং সেই সূত্রের ভিত্তিতে অভিযান চালায়।