দিল্লি, ২৮ অক্টোবর: সোমবার ভোরের আলো ফুটতেই সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে আখনুরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আখনুরের জগওয়ান এলাকায় বাহিনীর গাড়ি লক্ষ্য করে সেনা জওয়ানরা গুলি চালাতে শুরু করলে, গোটা এলাকা ঘিরে ধরা হয়। গোটা এলাকা ঘিরে ধরে পালটা গুলি চালাতে শুরু করে জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) পুলিশ (Police) এবং জওয়ানরা (Indian Army)। শেষ খবর পাওয়া পর্যন্ত আখনুরে গোলাগুলির জেরে এক জঙ্গি নিহত হয়। যদিও ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে।
আরও পড়ুন: Jammu And Kashmir: সেনার গাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছে জঙ্গি, সোম সকালে কাশ্মীরের ভয়াবহ ছবি দেখুন
এরপর সেনা বাহিনীর পালটা গুলিতে ঝাঁঝরা কর দেওয়া হয় ওই জঙ্গিরা। সেই সঙ্গে ওই এলাকায় আর কোনও জঙ্গি রয়েছে কি না, সে বিষয়েও শুরু হয়েছে জোরদার তল্লাশি।
জঙ্গিদের মদতদাতা গ্রেফতার...
কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের পুলিশ উত্তর কাশ্মীরের হান্দওয়ারায় জঙ্গীদের মদতদাতা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। #airnewsalerts#JammuAndKashmir pic.twitter.com/Nn4tNGP9MU
— Akashvani Kolkata (@airnews_kolkata) October 28, 2024
সেই সঙ্গে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে হান্ডওয়ারায় জম্মু কাশ্মীর পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া যায়।