Pigeon, Representational Image (Photo Credit: Pixabay)

জম্মু, ২১ অগাস্ট: এবার একটি পায়রাকে ( Pigeon ) পাকড়াও করল সেনা বাহিনী। জম্মু কাশ্মীরের আর এস পুরা সেক্টরে যে রেললাইন রয়েছে, তা উড়িয়ে দেওয়া হবে। এমন হুমকি দেওয়া ( Threat Note) একটি চিরকুট মুখে নিয়ে ওই পায়রা উড়ে আসে জম্মুতে (Jammu And Kashmir)। যে পায়রাকে ধরে, তার মুখ থেকে চিরকুট ছিনিয়ে নেন নিরাপত্তারক্ষীরা। পায়রা পাকড়াও করতেই, নিরাপত্তা আরও জোরদার করা হয় আর এস পুরা সেক্টরে।

এর আগে বিভিন্ন ধরনের পতাকা, বেলুন উড়ে আসতে পাকিস্তানের দিক থেকে। এই প্রথম পায়রার মুখ থেকে হুমকি চিরকুট উদ্ধার করে সেনা বাহিনী।

ভারত (India) পায়রা, বিরোধীরা ঠিক কোথায় কাজ সক্রিয়, তা খুঁজে বের করতে জোরদার তল্লাশি শুরু করে সেনা বাহিনী। শুধু তাই নয়, পায়রার মুখ থেকে হুমকি চিরকুট উদ্ধারের পরপরই গোটা এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়। যে চিরকুটে লেখা ছিল, আইইডি বিস্ফোরণে রেললাইন উড়িয়ে দেওয়া হবে।

যে পায়রাটিকে পাকড়াও করা হয়, সেটি পাকিস্তানের কাটমাইরা থেকে উড়ে এসেছে বলে প্রাথমিকভাবে মনে করছে সেনা বাহিনী। ফলে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। গত ১৮ অগাস্ট জম্মুতে পায়রাটিকে আটক করা হয়। পাকিস্তানের কাটমাইরা থেকে ওই পায়রাটি উড়ে আসে বলে ধারনার পর আর এস পুরায় নিরাপত্তা আরও কঠোর করা হয় বলে জানানো হয় সেনা বাহিনীর তরফে।

আরও পড়ুন: 'Udaipur Files' Producer Gets Death Threats: 'উদয়পুর ফাইলস'-এর প্রযোজককে এবার খুনের হুমকি, বাংলাদেশি, পাকিস্তানি লিঙ্ক রয়েছে, অভিযোগ

সূত্রের খবর, পায়রার মুখ থেকে যে চিরকুট উদ্ধরা করা হয়, সেটিতে উর্দু এবং ইংরেজিতে লেখা ছিল হুমকি। যেখানে 'কাশ্মীরের স্বাধীনতা', 'সময় এসে গিয়েছে', এমন বিভিন্ন ধরনের শব্দ লেখা ছিল। কোনও ধরনের পরিকল্পনা করেই ওই হুমকি চিরকুট পাঠানো হয় কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছেন গোয়েন্দারা।