Udaipur Files (Photo Credit: X)

উদয়পুর, ২১ অগাস্ট: বর্তমানে বিভিন্ন সিনেমা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কাশ্মীর ফাইলস থেকে দ্য বেঙ্গল ফাইলস কিংবা উদয়পুর ফাইলস (Udaipur Files)। একের পর এক সিনেমা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। এসবের মধ্যে এবার উদয়পুর ফাইলসের প্রযোজককে খুনের হুমকি দেওয়া হল ('Udaipur Files' Producer Gets Death Threats)।

রিপোর্টে প্রকাশ, উদয়পুর ফাইলসের প্রযোজক অমিত জানিকে দেওয়া হয় খুনের হুমকি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই খুনের হুমকি পান অমিত জানি। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত করে হুমকি দেওয়া ব্যক্তি সম্পর্কে একাধিক তথ্য খুঁজে বের করে।

সম্প্রতি উদয়পুর ফাইলসের প্রমোশনের মাঝে অমিত জানি অসুস্থ হয়ে পড়েন। আহমেদাবাদ থেকে উদয়পুরে যাওয়ার পথে বুকে ব্যথা শুরু হয় প্রযোজকের। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অমিত জানি যখন হাসপাতালে ভর্তি হন, সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশি স্থানীয় মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করে বলে অভিযোগ।

আরও পড়ুন: Vivek Agnihotri Trolled For The Bengal Files: 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে চড়া বিতর্ক, ট্রোলড বিবেক অগ্নিহোত্রী, 'পাঁঠা', 'কসাই' শব্দের ঘেরাটোপে দায়ের অভিযোগ

অমিত জানির দাবি, উদয়পুর ফাইলস যাঁর উপর চিত্রিত, বাস্তবের সেই কানাইয়ালালের মত তাঁকেও মেরে ফেলার জন্য অনেকে তৈরি রয়েছে।

এ বিষয়ে পুলিশ মহম্মদ শাহিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। অমিত জানির অভিযোগের ভিত্তিতেই মহম্মদ শাদিকে গ্রেফতার করা হয় বলে খবর। ওই ব্যক্তিকে পুলিশ বর্তমানে জেরা করছে বলে জানা যাচ্ছে।

উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল বলেন, তাঁরা ঘটনার তদন্ত করছেন। এটা নিছক কোনও ঘটনা না এর পিছনে বড়সড় কোনও চক্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানি লিঙ্ক রয়েছে বলে যে অভিযোগ করা হয়, তাও পুলিশ সবিস্তারে খতিয়ে দেখছে বলে জানান পুলিশ আধিকারিক।

উদয়পুর ফাইলসের প্রযোজককে হুমকি দেওয়ার পর স্থানীয় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। উদয়পুরের মানুষ ভয়ে ভয়ে রয়েছেন বলে যোগেশ গোয়েল জানান।