Vivek Agnihotri (Photo Credit: FB)

কলকাতা, ১৮ অগাস্ট: দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শনিবার কলকাতায় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) সিনেমা বেঙ্গল ফাইলসের ট্রেলর লঞ্চের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

এসবের মাঝে চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে দায়ের করা হল মামলা। বেঙ্গল ফাইলসে গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রকে আঁকা হয়েছে। ১৯৪৬ সালে দেশ ভাগ এবং গোষ্ঠী সংঘর্ষের সময় বাঙালি সংগ্রামী গোপাল মুখোপাধ্যায়ের নাম  উঠে আসে। সেই গোপাল মুখোপাধ্যায়ের বংশধর অর্থাৎ নাতি এবার বিবেক অগ্নোহোত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন।

আরও পড়ুন: The Bengal Files: ‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার লঞ্চে পুলিশি বাধা, বিবেকের প্রশ্নের জবাব নেই হোটেল কর্তৃপক্ষের মুখে

গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায় অভিযোগ করেন, বেঙ্গল ফাইলসে তাঁর দাদুর চরিত্রকে যেভাবে তুলে ধরা হয়েছে,তাতে তাঁর সম্মানহানি হয়েছে। তাঁর দাদুর চরিত্র চিত্রায়নে অসামঞ্জস্য রয়েছে বলে অভিযোগ করেন শান্তনু। তারপরই বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে শান্তনু মুখোপাধ্যায় অভিযোগ দায়ের করেন বলে খবর।

এরপর শান্তনু আরও বলেন, তাঁর দাদু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। নেতাজি সুভাষ চন্দ্র বোসের আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন। বহু স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তাঁর দাদু কাজ করেছেন। তাই তাঁর নামের পাশে কেউ কীভাবে কসাই বা পাঁঠা শব্দ বসাতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন শান্তনু মুখোপাধ্যায়। 

বেঙ্গল ফাইলস নিয়ে ট্রোলের মুখে পড়ছেন বিবেক অগ্নিহোত্রী...

বেঙ্গল ফাইলসের ট্রেলর লঞ্চের অনুষ্ঠান নিয়ে যে বিতর্ক শুরু হয়, তারপরই বিবেক অগ্নিহোত্রীর ছবি নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।