গত কয়েকদিন থেকেই ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) ছবি নিয়ে ছোট বড় বাধা আসছিল। আগে থেকেই ঘোষণা করা হয়েছিল শনিবার মুক্তি পাবে ট্রেলার। সেইজন্য আগে থেকেই কলকাতায় একটি মাল্টিপ্লেক্সের স্ক্রিন বুক করে রেখেছিলেন ছবির নির্মাতারা। কিন্তু আচমকাই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়ে দেন তাঁরা প্রদর্শনী করাতে পারবেন না। এরমধ্যেই শুক্রবার কলকাতায় নেমেই পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) হুঁশিয়ারি দিয়েছিলেন সমস্ত বাধা পেরিয়ে রিলিজ করবে তাঁর বানানো ছবির ট্রেলার। সেইমতো শেষ মুহূর্তে একটি হোটেলে ট্রেলার লঞ্চের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাতেও আসল বাধা।

বন্ধ করে দেওয়া হয় ট্রেলার প্রদর্শনী

শনিবার পাঁচতারা অনুষ্ঠান শুরু আগে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর নির্মাতাদের কাছে খবর আসে যে হোটেল কর্তৃপক্ষ অনুষ্ঠান বাতিলের অনুরোধ করেছে। কোনওভাবে ট্রেলার দেখানো যাবে না, এই কথা জানানো হয় বিবেকদের। তারপর হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চালানো হয় ট্রেলার। এর মাঝে চলে আসে পুলিশ। তাতে ফের আসে বাধা। এই নিয়ে আবারও শুরু হয় বিশৃঙ্খলা। পরিচালকের তরফে জানানো হয়, বিদ্যুত সংযোগই নাকি কেটে দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে প্রশ্ন করা হলে উত্তর পাওয়া যায়নি বলে জানান ছবির পরিচালক।

দেখুন ভিডিয়ো

ক্ষোভপ্রকাশ করলেন বিবেক অগ্নিহোত্রী

এই প্রসঙ্গে বিবেক ক্ষুব্ধ হয়ে জানান, “আপনাদের সামনে এটা হয়েছে। ক্যামেরার সামনেও ধরা পড়েছে গোটা ঘটনাটি। সিবিএফসি অনুমোদিত একটি ট্রেলার বন্ধ করে দেওয়া হল। বাংলায় একনায়কতন্ত্র, নৈরাজ্য চলছে, এটাই তার প্রমাণ। পুলিশ এখানে এসেছিল ট্রেলার প্রদর্শনী বন্ধ করাতে। কিছু মানুষ এইসব কারণে পুলিশের ব্যবহার করছে। ছবিটি জনসংখ্যা পরিবর্তনের কথা বলে, যা আজও বাংলায় হয়ে চলেছে। সেই কারণেই এই বাধা। আমি তোলাবাজদের কাছে মাথা নত করব না। আমি চুপ থাকব না”।