CRPF Car Accident (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৭ অগাস্ট: বড়সড় দুর্ঘটনার (Accident) মুখে সিআরপিএফের (CRPF) গাড়ি। জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) উধমপুরে (Udhampur) হঠাৎ করেই দুর্ঘটনার মুখে পড়ে সিআরপিএফের একটি গাড়ি। যার জেরে পরপর ৩ জওয়ানের মৃত্যুর খবর মিলছে। আহত প্রায় ১৫ জন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে মিলছে এমন খবর। উধমপুর জেলার বসন্তগড়ে এই দুর্ঘটনা ঘটে। বসন্তগড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই সিআরপিএফের গাড়িটি খাদে পড়ে যায়। খাদে পড়তেই সেটি প্রায় দমড়ে মুচড়ে যায়। ফলে গাড়িতে থাকা জওয়ানদের মধ্যে দুর্ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় বলে খবর। আহত ১৫ জন। সিআরপিএফের গাড়ি খাদে পড়তেই স্থানীয়রা এগিয়ে যান এবং উদ্ধার কাজে হাত লাগান। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তার আন্দাজ এখনও করা যায়নি। তদন্ত শুরু হয়েছে। আহত জওয়ানদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

উধমপুরে খাদে পড়ল সিআরপিএফের গাড়ি...

 

বসন্তগড়ে সিআরপিএফের গাড়ি খাদে পড়তেই, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, বসন্তগড়ের দুর্ঘটনার খবর তিনি পেয়েছেন। জওয়ানদের উদ্ধার কাজে যাতে কোনও ধরনের অসুবিধা না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বলে কেন্দ্রীয় মন্ত্রী।

দেখুন কেন্দ্রীয় মন্ত্রী কী জানালেন...