শ্রীনগর, ১৩ নভেম্বর: ফের নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে গুলি পাকিস্তান সেনার। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বারমুল্লা জেলায় পাকিস্তানের ছোড়া গোলাগুলিতে উরি সেক্টেরে (Uri) প্রাণ হারালেন ৬ জন। এর মধ্যে ৩ জন নিরাপত্তাকর্মী ও ৩ জন সাধারণ নাগরিক। পাকিস্তানি বাহিনীর ভারী গোলাগুলিতে দুই সেনা জওয়ান এবং বিএসএফ-র এক কর্তা শহিদ হয়েছেন। শহিদ জওয়ানদের মধ্যে ২ জন প্রাণ হারান উরি সেক্টরে। একজন প্রাণ হারান গুরেজ সেক্টরে।
এই হামলার জবাব দেয় ভারতও। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি বিনিময় হয়। তাতে পাকিস্তান সেনাবাহিনীর ৭-৮ জন নিহত হয়েছে। জখম হয়েছে আরও ১২ জন। এছাড়াও বাঙ্কার সহ অন্য সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। নিহত পাকিস্তানি সেনাদের মধ্যে ২-৩ জন পাকিস্তান এসএসজি কমান্ডো রয়েছে। উরি সেক্টরে জখম ৪ সাধারণ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।আরও পড়ুন: COVID-19 Situation in Delhi: মাত্রাছাড়া করোনা সংক্রমণ দিল্লিতে, ৭ দিনেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস কেজরিওয়ালের
#WATCH | Jammu and Kashmir: Pakistan violated ceasefire along the Line of Control in Keran sector of Kupwara, earlier today.
(Video Source: Indian Army) pic.twitter.com/xxT57UkE35
— ANI (@ANI) November 13, 2020
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের এলওসি বরাবর উরি থেকে গুরেজ পর্যন্ত একাধিক সেক্টরে টানা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। উরি, গুরেজ ছাড়াও পুঞ্চ জেলার সাউজিয়ানেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তারা। সেখানে ৬ জন সাধারণ নাগরিক জখম হয়েছেন। তাঁদেরও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।