Jalandhar Bypoll Results 2023: কংগ্রেসের দখলে থাকা জলন্ধরে লোকসভার উপনির্বাচনে এগিয়ে আপ
Bhagwant Mann and Arvind Kejriwal (Photo Credits: PTI)

জলন্ধর, ১৩ মে: কংগ্রেসের দখলে থাকা জলন্ধর লোকসভায় আপের দাপট। কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর মৃত্যুতে খালি জলন্ধর লোকসভার উপনির্বাচনে এগিয়ে আম আদমি পার্টির প্রার্থী। গণনার প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে আপ প্রার্থী সুশীল সিং রিঙ্কু এগিয়ে রয়েছেন ৩ হাজারের মত ভোটে।

আপ প্রার্থী পেয়েছেন ১১ হাজার ৫৩৯টি ভোট, সেখানে কংগ্রেস প্রার্থী করমজিত কৌর চৌধুরী পেয়েছেন ৮৭৬৩টি ভোট। শিরোমণি অকালি দলের প্রার্থী পেয়েছেন ৫৭২৯টি ভোট।কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মত হাইপ্রোফাইল নেতাকে দিয়ে প্রচার করানো বিজেপি আপাতত আছে চতুর্থ স্থানে। আরও পড়ুন- জানুন কর্ণাটকের ফল

২০১৯ লোকসভায় জলন্ধর লোকসভায় কংগ্রেস জিতেছিল ১৯ হাজারের মত ভোটের ব্যবধানে। এখানে দ্বিতীয় স্থানে ছিলেন শিরোমণি অকালি দলের প্রার্থী চরণজিত সিং আটওয়াল। গত বছর কংগ্রেসকে উড়িয়ে পঞ্জাবে প্রথমবারের মত ক্ষমতায় আসে অরবিন্দ কেজরিওয়ালের দল। ক্ষমতায় আসার পর আপ সরকার প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।