বেঙ্গালুরু, ১৩ মে: কর্ণাটক বিধানসভার ভোটগণনা চলছে। নিশ্চিদ্র নিরাপত্তায় সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনার কাজ। ভোট গণনার প্রথম দেড় ঘণ্টার প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে কংগ্রেস কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। সকাল সাড়ে ৯টার হিসেবে ২২৪টি কেন্দ্রের মধ্যে ১২২টি-তে এগিয়ে কংগ্রেস। যেখানে কর্ণাটকে সরকার গড়তে লাগে ১১৩ জন বিধায়কের সমর্থন। সেখানে বিজেপি এগিয়ে ৭৯টি আসনে। আর অনেকটা পিছনে স্থানীয় দল জেডি (এস)। বেশীর ভাগ এক্সিট পোলগুলিতে যেমন ইঙ্গিত ছিল, অনেকটা যেন সেদিকেই চলছে কর্ণাটকের রায়।
তবে এখনও গণনার অনেকটা বাকি। বেশ কিছু জায়গায় কংগ্রেস প্রার্থীর লিড খুব বেশী নয়। বেঙ্গালুরু অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলিতে কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের মধ্যে জোর লড়াই চলছে। আরও পড়ুন-চলছে ভোট গণনা, টানটান উত্তেজনার মাঝে হনুমান মন্দিরে পুজো কর্ণাটকের মুখ্যমন্ত্রীর
দেখুন টুইট (সকাল ৯টার হিসেব)
Karnataka Election Update: Who's Leading the Race as of 9 am? Check here!
Live Updates: https://t.co/9zDfjrGRuC#KarnatakaElection #ResultsOnIndiaToday #Karnataka pic.twitter.com/uqXvKsQc6j
— IndiaToday (@IndiaToday) May 13, 2023
গত বুধবার কর্ণাটকে এক দফায় ২২৪টি বিধানসভা আসনে নির্বাচন হয়। রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশী সংখ্যক ভোটার এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোট দেন। কর্ণাটকে ভোট পড়ে ৭৩ শতাংশেরও বেশী। কর্ণাটকই হল দক্ষিণে ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্য। এখানে ক্ষমতা ধরে রাখার জন্য সর্বশক্তি উজাড় করে দেয় বিজেপি। রেকর্ড সংখ্যক জনসভা ও রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।