Photo Credit Wikipedia

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলিতে হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaisankar)। ভারতের কাছাকাছি জাহাজগুলিতে এই ধরনের হামলা এনার্জি সেক্টর এবং অর্থনৈতিক ক্ষেত্রে আশঙ্কার সৃষ্টি করেছে। এছাড়া এই ধরনের পরিস্থিতির ফলে কোন দলই লাভবান হবে না বলে জানিয়েছেন তিনি।

ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লা হাইনের সঙ্গে সাক্ষাতের সময় এই বিষয় নিয়ে আলোচনা সারেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

লোহিত সাগরে বাণিজ্য জাহাজগুলিতে হাউতিদের আক্রমনের ক্ষেত্রে সমস্যার দ্রুত সমাধানের জন্য আহব্বান জানান তিনি। লোহিত সাগরে (Red Sea) ইতিমধ্যে গাজায় ইজরায়েলের হামলার জেরে বেশ কিছু বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমন চালিয়েছে হাউতি বাহিনী। এরই পাল্টা হিসেবে মার্কিন ও ব্রিটিশের তরফেও ইয়েমেনর ৩০ টি জায়গায় হাউতি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। ক্রমেই এই যুদ্ধ আঞ্চলিক রুপ নিলে তা বৃহত্তর যুদ্ধক্ষেত্রে পরিণত হবে বলে মনে করছেন আর্ন্তজাতিক বিশেষজ্ঞরা।