Jagadguru Ramabhadracharya, Army Chief (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৯ মে: সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর কাছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর চাইলেন। জগৎগুরু রামাভদ্রচার্য (Jagadguru Ramabhadracharya) বললেন, গুরু দক্ষিণায় তাঁর পাক অধিকৃত কাশ্মীর (POK) চাই। সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী  জগৎগুরু রামাভদ্রচার্যর কাছে দীক্ষা নেন। দীক্ষা নেওয়ার পর গুরু দক্ষিণা (Guru Dakshina) হিসেবে তাঁর পাকিস্তান অধিকৃত কাশ্মীর চাই বলে জানান জগৎগুরু রামাভদ্রচার্য। সংবাদমাধ্যমের সামনে নিজের মনের ইচ্ছা প্রকাশও করেন জগৎগুরু রামাভদ্রচার্য। হনুমান লঙ্কায় জয় পাওয়ার আগে সীতা যে মন্ত্র তাঁকে দিয়েছিলেন, তিনি সেই একই মন্ত্র সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে দিয়েছেন বলে জানান। শিগগিরই ভারতীয় সেনা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাদবাকি যে সমস্ত সন্ত্রাসবাদী শিবির ভেঙে দেবে এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জুড়ে যাবে। এমনই আশা প্রকাশ করেন জগৎগুরু রামাভদ্রচার্য।

শুনুন কী বললেন জগৎগুরু রামাভদ্রচার্য...

 

 

View this post on Instagram

 

গত ৭ মে মাঝ রাতে অপারেশন সিঁদূর শুরু করে ভারতীয় সেনা। অপারেশন সিঁদূরের সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে সেখানকার ৯টি সন্ত্রাসবাদীদের শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। মুজজফরাবাদ, কোটলি, সিয়ালকোটের মত একাধিক জায়গায় ভারতীয় বায়ুসেনার জওয়ানরা উড়ে যান এবং তা গুঁড়িয়ে দিতে শুরু করেন।

আরও পড়ুন: BSF Hit 72 Pakistani Post: পাকিস্তানের ৭২টি পোস্ট ধ্বংস করা হয়েছে, জানাল বিএসএফ

অপারেশন সিঁদূরের আঘাতে পাকিস্তানের অবস্থা যখন টলমল, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের হুমকি দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অপারেশন সিঁদূর স্থগিত করা হয়েছে মাত্র। এখনও বন্ধ হয়নি। প্রয়োজন পড়লে ফের অপারেশন সিঁদূর শুরু করে জঙ্গিদের ঘাঁটি সব গুঁড়িয়ে দেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় নতুন করে মকড্রিল হবে। কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়েছে সেই নির্দেশ।